সারাদেশ ১৪ ডিসেম্বর, ২০২০ ০৮:০২

শাহজালাল বিমানবন্দর থেকে আরো একটি জিপি বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় আরো একটি জিপি বোমা উদ্ধার করেছে বাংলাদেশ বিমানবাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির প্রশিক্ষিত বোম ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে সতর্কতার সাথে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

নতুন এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করছে বোমা বিশেষজ্ঞরা। তবে কবে নাগাদ এটি এখানে এসেছে সেটি পরীক্ষা-নিরীক্ষা করে বলা যাবে।

উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বর সকালে নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৮-১০ ফুট গভীরে সিলিন্ডার সদৃশ বোমাটি দেখতে পায়। পরে কর্তৃপক্ষ অবগত হলে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে প্রাথমিকভাবে সেটি নিষ্ক্রিয় করে। প্রায় ২৫০ কেজি ওজনের বোমাটি যুদ্ধকালীন সময়ের বলে দাবি করেছিল সংশ্লিষ্টরা।