স্বাস্থ্য সেবা ১২ ডিসেম্বর, ২০২০ ০৬:০৭

দেশের যে দশ জেলায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি

ডেস্ক রিপোর্ট

প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ এর ফলে কাজ হারিয়েছেন অনেক মানুষ দেশের বিভিন্ন জেলায় কম বেশি বেড়েছে করোনার সংক্রমণ মৃত্যুহার তবে ঢাকা্য অন্য সব জেলা থেকে হার সবচেয়ে বেশি প্রতিদিনই প্রায় হাজারখানেক লোক এখানে করোনায় আক্রান্ত হচ্ছেন

করোনা প্রতিরোধ এবং -সংক্রান্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে গঠিত কোভিড-১৯ ব্যবস্থাপনা গ্রুপের বৈঠকে উঠে আসা তথ্য বলছে, ঢাকা মহানগরীসহ দেশের ১০ জেলায় করোনার প্রকোপ এখন সবচেয়ে বেশি
এদিক থেকে ঢাকার পরের অবস্থানে থাকা জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বগুড়া, গাজীপুর, বরিশাল, কুমিল্লা, সিলেট, রংপুর দিনাজপুর

জানা গেছে, দেশের যত শ্রমঘন শিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোর বড় একটি অংশ গড়ে উঠেছে ১০ জেলাকে কেন্দ্র করে এসব জেলার শ্রমঘন শিল্প এলাকাগুলোর শ্রমিকরাসহ নিম্নবিত্তরা ঘিঞ্জি পরিবেশে অল্প জায়গায় অনেকে বসবাস করছেন ফলে এসব এলাকায় করোনা সংক্রমিতের হারও অনেক বেশি

আবার যেসব জেলা দেশের সড়ক যোগাযোগের জন্য আঞ্চলিক কেন্দ্রস্থল হিসেবে কাজ করছে, সেগুলোতেও করোনা সংক্রমণের হার অনেক বেশি বলে অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের

প্রসঙ্গত, কোভিড-১৯ আক্রান্তদের সেবা অন্যান্য সুবিধা দেখভালের জন্য অর্ধশতাধিক কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব কমিটির কাজ তদারকিতে একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে জুলাইয়ের শেষদিকে একটি ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয় কোভিড-১৯ প্রতিরোধে এবং আক্রান্ত রোগীদের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যসেবা বিভাগের গঠিত কমিটিগুলোর কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার বিষয়টিকে কমিটির কার্যপরিধিতে রাখা হয় কমিটির সাম্প্রতিক বৈঠকেই সর্বোচ্চ আক্রান্তের ১০ জেলার তথ্য উঠে আসে বৈঠকে করোনা সংক্রমণের প্রকোপ নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যাপক সমন্বিত কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়

সংশ্লিষ্টরা বলছেন, প্রথমদিকে যেসব করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে তার বেশির ভাগই বিভিন্ন শ্রমঘন শিল্পে কাজ করত অথবা তাদের সংস্পর্শে এসেছে এমন মানুষজন আর এভাবেই সংক্রমণ সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশের শিল্পঘন অঞ্চলগুলোতেই করোনা সংক্রমণের হার তুলনামূলক অন্যান্য স্থানের তুলনায় বেশি

মহামারি করোনা ভাইরাসে শুক্রবার পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা হাজার ৯৮৬ জন এছাড়া করোনাভাইরাস মোট শনাক্ত হয়েছে লাখ ৮৭ হাজার ৮৪৯ জনের দেহে

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয় এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯