বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১১ ডিসেম্বর, ২০২০ ০৭:৫০

ব্যবসার হিসাব রাখুন সফটওয়্যারে

ডেস্ক রিপোর্ট

আধুনিকায়নের ছোয়া এখন সমগ্র বিশ্বজুড়ে। মানুষের জীবন যাত্রার মানে যুক্ত হচ্ছে নতুন সব মাত্রা। জীবনের প্রতিটি ধাপে মানুষ এখন অনেক এগিয়ে। চাকরি, ব্যবসা বা লেখাপড়ায় চলছে খাতা কলমের ব্যবহার ছাড়া ইন্টারনেট ও সফটওয়্যারকে ভিত্তি করে। এতে করে মানুষ সর্বদা যুক্ত হচ্ছে নতুনের সাথে। বাংলাদেশও নেই পিছিয়ে তাই এখন বলা হয় ডিজিটাল বাংলাদেশ। দেশের প্রায় সকল প্রতিষ্ঠান এখন ইন্টারনেট ছাড়া অচল বললেই চলে। একই সাথে বেড়েছে সফটওয়্যারের ব্যবহার যার ফলে জটিল কাজ গুলো দিনদিন মানুষের কাছে সহজ হয়ে আসছে।

সফটওয়্যার রপ্তানি করেও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে দেশের ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান।

তেমননি একটি প্রতিষ্ঠান "EasyPOS BD" যারা দেশকে আধুনিকায়নের লক্ষ্যে এবং ছোট বড় সকল ব্যবসায়ীদের সুবিধার্থে নিয়ে এসেছে "ইজিপজ বিডি" (Easy POS BD) নামে একটি সফটওয়্যার।

আ

এই সফটওয়্যার ব্যবহারে বেশ কিছু সুবিধার মধ্যে প্রধান প্রধান কয়েকটি সুবিধা হল কম্পিউটার, ল্যাপটপ ছাড়াও যে কোন স্মার্ট ফোনেই সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। অনলাইন এবং অফলাইনে থেকেও ব্যবহার করা যাবে। একজন ব্যক্তির একাধিক প্রতিষ্ঠান থাকলে তা খুব সহজে এই সফটওয়্যার ব্যবহার করে দেখভাল করতে পারবে।

সফটওয়্যারের ডেমো ভিডিও দেখতে ক্লিক করুনঃ https://www.facebook.com/watch/?v=1350726108457143

এছাড়া ব্যবসায়ীরা তাদের আয়-ব্যয়, লাভ-ক্ষতি সহ বিভিন্ন কাজ সহজ ভাবে করা ও দেশের মানুষের জীবন যাত্রার মান অগ্রগতির উদ্দেশ্যে এবং  বিজয়ের মাস উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানটি দিচ্ছে শতভাগ ছাড়ে (ফ্রি) সফটওয়্যারটি রেজিষ্ট্রেশনের সুযোগ। খুব দ্রুত প্রতিষ্ঠানটি তাদের অ্যাপও চালু করবে।

 

যোগাযোগের

মোবাইলঃ 01711-927909, 01611-927909

ইমেইলঃ info@easyposbd.com

ওয়েবসাইটঃ www.easyposbd.com