বিনোদন ৭ ডিসেম্বর, ২০২০ ১০:৩২

‘৭০ পার করেও ভাবতে হয় কাজ না থাকলে খাব কী’

বিনোদন ডেস্ক  

আজ রাজধানীর নিকেতনে ছোট পর্দার টিভি শিল্পীদের কল্যাণ তহবিল গঠনের দাবিতে অভিনয় শিল্পী সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘আমি যখন ৭০ পার হয়ে গিয়েছি, তখনো আমাকে ভাবতে হয়, আমার যদি কাজ না থাকে, আমি খাব কী।’ মামুনুর রশীদ একজন একুশে পদকপ্রাপ্ত দেশের প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক।  

চলচ্চিত্রশিল্পীদের জন্য সরকার কর্তৃক কল্যাণ তহবিল গঠনের পর এবার একই দাবি জানিয়েছেন টেলিভিশন অভিনয়শিল্পীরা। এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে অভিনয় শিল্পী সংঘের উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে মামুনুর রশীদ বলেন, ‘আমি আমার নিজের কথাই বলতে পারি; আমি যখন ৭০ পার হয়ে গিয়েছি, তখনো আমাকে ভাবতে হয়, আমার যদি কাজ না থাকে, আমি খাব কী? আমার জীবিকা কী এবং এটা শুধু আমার ক্ষেত্রে না, আজ আপনারা যাঁদের তারকা দেখেন, তাঁদের ক্ষেত্রেও দেখবেন একই পরিণতি। এককালের বিখ্যাত তারকা রাজ্জাককে দেখেছি, জীবনের শেষ পর্যায়ে তাঁকে টেলিফিল্ম করতে হয়েছে বা বিভিন্ন কাজ করতে হয়েছে।’

এর আগে চলচ্চিত্রশিল্পীদের জন্য সরকার কর্তৃক কল্যাণ তহবিল গঠনের জন্য ধন্যবাদ জানিয়ে টিভি শিল্পীরা এমন সুবিধা না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন মামুনুর রশীদ।

উল্লেখ্য, স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ মামুনুর রশীদ। তাঁর নাট্যকর্মে প্রখর সমাজসচেতনতা লক্ষ করা যায়। শ্রেণিসংগ্রাম তাঁর নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তিনি টিভির জন্যও অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।