আন্তর্জাতিক ৬ ডিসেম্বর, ২০২০ ০৪:১৮

মাত্র ৫ দিনেই যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১০ লাখ। হাসপাতালে ভর্তি হয়েছে ৫ লাখ। আর মৃত্যু হয়েছে ১০ হাজার জনের। গত ফেব্রুয়ারি পর এমন ভয়ংকর অবস্থা আর ঘটেনি বলে উল্লেখ্য করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন (সিডিসি )

গত ২৬ নভেম্বর 'থ্যাঙ্কস গিভিং উইকেন্ড'-কে কেন্দ্র করে একাধিকবার অনুরোধ সত্ত্বেও লোকজনের চলাচল সীমিত করা দূরের কথা, স্বাস্থ্যবিধি অবজ্ঞা করে অনুষ্ঠানাদিও আয়োজনের পরিপ্রেক্ষিতে এমন অবস্থা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন সিডিসির কর্মকর্তারা। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য সূত্র মতে, গতকাল শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৫২৯ জন। এরমধ্যে মারা গেছেন ২ লাখ ৮১ হাজার ১২১ জন।

ক্যালিফোর্নিয়া, ওরেগণ, টেক্সাস, সাউথ ক্যারলিনা, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক, নিউজার্সিসহ বেশ কটি স্টেটে গত ক'দিনে সংক্রমণের হার অনেক বেড়েছে। হাসপাতালেও শয্যা সংকটের আশঙ্কা ব্যক্ত করে অত্যাবশ্যকীয় পণ্যের স্টোর ব্যতিত অন্য সবগুলো সন্ধ্যা ৮টার মধ্যে বন্ধের আহ্বান জানানো হয়েছে। ১০ জনের বেশি একত্রিত না হবার নির্দেশও জারি করা হয়েছে। নিউইয়র্ক সিটির প্রাইমারি স্কুলসমূহের ক্লাস পুনরায় শুরু করার সিদ্ধান্ত দেয়া হলেও ষষ্ঠ গ্রেড থেকে দ্বাদশ গ্রেডের ক্লাস ভার্চুয়ালেই পরিচালনার নির্দেশ বহাল রাখা হয়েছে।