আন্তর্জাতিক ৫ ডিসেম্বর, ২০২০ ০৫:২৯

২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৮ প্রান গেলো যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক

আবারও আমেরিকায় বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত একদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৭২ জন। আর এই সময়ে মারা গেছেন ২ হাজার ৭১৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে এই মৃত্যু ও আক্রান্তের তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বুধবার দেশটিতে রেকর্ড সংখ্যক করোনা রোগী তথা ২ হাজার ৮০৪ জন মারা যায়। ওইদিন ১ লাখ করোনা রোগী দেশটির বিভিন্ন হাতপাতালে ভর্তি হন, যা একটি নতুন রেকর্ড।

পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যু হয়েছে। তালিকায় শীর্ষে থাকা এই দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৫৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫৫০ জনের।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ২৪ হাজার ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ২৬০ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৫৮ লাখ ৮ হাজার ২৭৮ জন।