আন্তর্জাতিক ৪ ডিসেম্বর, ২০২০ ০১:৫৬

৯ মাস পর আমিরাতে জুমার নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট

দীর্ঘ নয় মাস পর মসজিদে গিয়ে জুমার নামাজ আদায়ের অনুমতি পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী মুসলিমরা। দেশটিতে আজ শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে পুনরায় জুমার নামাজ চালু হয়েছে।

৩০ শতাংশ মুসল্লি ধারণ ক্ষমতার অনুমতি দিয়ে সংশ্লিষ্ট বিভাগ জানায়, নামাজ পড়তে আগ্রহীরা নিজ দায়িত্বে জায়নামাজ সঙ্গে রাখতে হবে। এ ছাড়া প্রতি দুই সারির মধ্যে একটি সারি ফাঁকা রাখার বিধান সহ দুই ব্যক্তির মাঝে ১.৫ মিটার দূরত্ব রাখার জন্যে বলা হয়েছে। তবে খুতবা ও প্রার্থনা মাত্র ১০ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।

উল্লেখ্য, কোভিড-১৯ এর কারণে ১৬ মার্চ দ্য জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টসের ঘোষণা মোতাবেক দেশটিতে সবগুলো প্রার্থনা কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত ১ জুলাই থেকে সীমিত আকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ খুলে দেওয়া হয়।