জাতীয় ৪ ডিসেম্বর, ২০২০ ০১:৪৩

আড়ত উদ্বোধনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর করোনা সতর্কতা

ডেস্ক রিপোর্ট

দেশে করোনা সংক্রমণ প্রতিনিয়তই বাড়ছে। এ প্রকোপ ঠেকাতে শীতকালে কোনভাবেই বেখেয়ালি হওয়া যাবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় জেলার সর্ববৃহৎ কাঁচা ও পাকামালের আড়তের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শীতকালে আমাদের দেশে করোনা আক্রান্ত ও মৃত্যু হার বাড়ছে। তাই এই সময়ে আমাদের বেখেয়ালি হওয়া যাবে না। হলে আমরা বিপদে পড়ে যাব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোপূর্বে আমরা করোনা মোকাবিলায় অনেক ভালো কাজ করেছি। ফলে আমাদের দেশে মৃত্যুহার কম ছিল। আগের অবস্থান ধরে রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই আমরা করোনা থেকে অনেকটা নিরাপদে থাকব।

আড়তের ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নবনির্মিত এই আড়তে ৩০০টি দোকান রয়েছে। স্থানীয় কৃষকরা খুব সহজেই নিজেদের উৎপাদিত শস্য এখানে এনে বিক্রি করতে পারবেন।