সারাদেশ ৩ ডিসেম্বর, ২০২০ ১০:২২

ছাত্রলীগ নেতার হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

ডেস্ক রিপোর্ট

বরিশালের মুলাদীতে ছাত্রলীগ নেতার সাথে পরকীয়া প্রেম করে পালিয়ে যাওয়া স্ত্রীর আশা ছেড়ে দিয়েছে তার পরিবার। তবে স্ত্রীর একাউন্টে বিগত ১০ বছরে কুয়েত থেকে পাঠান টাকা এবং তাদের দুই সন্তান ফেরত চান ভুক্তভোগী স্বামী।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান কুয়েত প্রবাসী মোতালেব কাজীর পক্ষ থেকে তার বাবা আবুল হাসেম কাজী।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ১৭ বছর আগে তার ছেলে মোতালেব কাজী একই এলাকার আসমা খানম লাকীকে বিয়ে করেন। তাদের দাম্পত্যে দুটি সন্তান রয়েছে। সংসারে স্বচ্ছলতা আনতে তার ছেলে মোতালেব কাজী গত ১০ বছর ধরে কুয়েতে প্রবাস জীবন যাপন করেন। গত ১০ বছরে তার ছেলে কুয়েতে আয় করা সমুদয় অর্থ প্রেরণ করে তার স্ত্রী লাকীর ব্যাংক হিসাবে। গত ১৬ নভেম্বর মোতালেবের পাঠানো ২০ লাখ টাকা ও ৪ লাখ টাকা মূল্যের স্বর্নালংকার এবং দুই সন্তান নিয়ে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুরাদ কাজীর হাত ধরে পালিয়ে যায়। পরে তারা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে।

এ ঘটনায় পরদিন ১৭ নভেম্বর মুলাদী থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এ ঘটনায় তারা জেলা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুরাদ কাজী তাদের জীবন নাশের হুমকি দিচ্ছে। তার ভয়ে তারা নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন। সেখান থেকে পালিয়ে বরিশাল এসে সংবাদ সম্মেলন করেন প্রবাসীর বাবা আবুল হাসেম কাজী।

সংবাদ সম্মেলনে স্ত্রীর নামে প্রবাসী ছেলের পাঠানো অর্থ এবং তার দুই সন্তানকে ফেরত পাওয়ার দাবি জানান আবুল হাসেম কাজী। একই সাথে ছাত্রলীগ নেতা মুরাদের রোষানল থেকে বাঁচতে সরকার সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।