আন্তর্জাতিক ৩ ডিসেম্বর, ২০২০ ০৭:১৯

আমেরিকার বাগদাদ দূতাবাস থেকে কর্মী প্রত্যাহার

ইiন্টারন্যাশনাল ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাস থেকে বেশকিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ড এবং আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যার বার্ষিকীকে সামনে রেখে মার্কিন সরকার সিদ্ধান্ত নিয়েছে গত জানুয়ারি মাসে কাসেম সোলাইমানিকে মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে

বাগদাদ দূতাবাস থেকে কর্মী প্রত্যাহার করার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায়, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের নীতি সমন্বয় বিষয়ক কমিটির মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত হয় সূত্র জানিয়েছে, বাগদাদ দূতাবাস থেকে আংশিক কর্মী সাময়িকভাবে প্রত্যহার করা হবে বুধবার মার্কিন ট্রেলিভিশন চ্যানেল সিএনএন খবর দিয়েছে তবে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় খবর অস্বীকার করেনি, আবার নিশ্চিতও করেনি

পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরাকে নিযুক্ত রাষ্ট্রদূত ম্যাথু টুয়েলার ইরাকেই আছেন এবং তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন বিশ্বের অনান্য প্রান্তেও পররাষ্ট্র দফতর তার কূটনৈতিক উপস্থিতি বজায় রেখেছে এবং সব কাজ স্বাভাবিকভাবে চলছে