আন্তর্জাতিক ৩ ডিসেম্বর, ২০২০ ০৫:৫২

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার রেকর্ডসংখ্যক ২ লাখের বেশি মানুষের মহামারী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ, মৃত্যুতে বিশ্বের মধ্যে শীর্ষ অবস্থানে। দেশটিতে করোনায় মারা গেছে মোট ২ লাখ ৭২ হাজার। গতকাল ১ দিনে মারা গেছে আড়াই হাজারের বেশি। তবে যুক্তরাষ্ট্রে ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, হয়তো আরও খারাপ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারিতে দেশটিতে করোনার মৃত্যুর সংখ্যা সাড়ে চার লাখের ঘর ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

রবার্ট রেডফিল্ড আরও বলেছেন, এই শীতের মৌসুম যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য খাতের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়।

সূত্র: ওয়াশিংটন পোস্ট