খেলাধুলা ৩ ডিসেম্বর, ২০২০ ০৩:২২

মেসিবিহীন বার্সার আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক

আগের সপ্তাহে ডায়নামো কিয়েভকে (৪-০) হারানো বার্সেলোনা গতকাল বুধবার বুদাপেস্টে ফেরেনসেভারোসকে ৩-০ গোলে হারালো। খেলা শুরুর মাত্র ২৮ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচটি লিড নিয়ে নেয় বার্সা।

১৪ মিনিটের মাথায় জর্ডি আলবার পাসে দুর্দান্ত গোল করে দলকে প্রথম গোল দেয় আন্তোয়ান গ্রিজমান। ২১ মিনিটে ওসমান ডেম্বেলের ছোরা বলে বল জালে জড়ান মার্টিন ব্রাথওয়েট। তার ঠিক সাত মিনিট পর পেনাল্টি থেকে গোল করেন ডেম্বেলে।

ব্যবধানটা আরো বড় হতে পারতো যদি না শেষদিকের ‘ওপেন নেট’ মিস করতেন ত্রিঙ্কাও, রিকি পুচ ও ডেম্বেলে। রোনাল্ড কোম্যানের কাছে ৩-০ গোলে জেতাটাও বড় স্বস্তির। মেসিসহ গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও ফিলিপ্পে কুতিনিয়োকেও এ ম্যাচে বিশ্রাম দিয়েছেন বার্সা কোচ। দ্বিতীয়ার্ধে সের্হিয়ো বুসকেটস, গ্রিজমান, আলবা ও লংলেকে তুলে নেওয়ার পর মাঠে যেন ছিল বার্সেলোনার ‘বি’ দল। যে দলের গড় বয়স ২৩ বছরের সামান্য বেশি।

গত মৌসুম শেষে রিলিজ ক্লজের মারপ্যাঁচে পড়ে মেসি বার্সেলোনায় থেকে যেতে বাধ্য হওয়াতেই নিশ্চিত হয়েছিল, আর্জেন্টাইন সুপারস্টারের কর্তৃত্ব এবার খর্ব হবে। প্রতিষ্ঠিত হবে কোচ কোম্যানের নিয়ন্ত্রন। চ্যাম্পিয়নস লিগে টানা দু’ম্যাচ মেসিকে স্কোয়াডে না রেখে সেটি বুঝিয়ে দিলেন ডাচ কোচ।

এখন ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া যাতে দ্বিতীয় রাউন্ডে পাওয়া যায় সহজতর প্রতিপক্ষ। সে জন্য ঘরের মাঠে শেষ গ্রুপ ম্যাচে জুভেন্টাসের সঙ্গে ভালো করতে হবে।