সারাদেশ ১ ডিসেম্বর, ২০২০ ১২:০৩

যেভাবে সরকারি অফিস থেকে দালাল ধরলেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক        

দালাল ধরতে ছদ্মবেশে রংপুরের বিভিন্ন সরকারি অফিসে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সরকারি সেবাগ্রহীতাদের হয়রানি লাঘবে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি সেবাপ্রার্থী সেজে নগরীর জোনাল সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি অফিসে যান।

এ সময় জোনাল সেটেলমেন্ট অফিস থেকে নগরীর মুন্সিপাড়া এলাকার লাভলু হোসেনকে এবং বিআরটিএ অফিস থেকে সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার রবিউল ইসলামকে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। পরে ভ্রাম্যমাণ আদালতে লাভলু হোসেনকে সাতদিন এবং রবিউল ইসলামকে দুইদিনের কারাদণ্ড দেন।

দালালচক্রের কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।