খেলাধুলা ১ ডিসেম্বর, ২০২০ ০৪:০২

মুমিনুলের চোট, শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

স্পোর্টস ডেস্ক

গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলছিলেন মুমিনুল হক। চোটের কারণে ছিটকে পড়তে হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোটটা যেন একটু বেশিই ভুগাবে টাইগারদের টেস্ট অধিনায়ককে।

অথচ এই আসরটাই ছিল নিজেকে প্রমাণ করার। টেস্ট ক্রিকেটারের যে তকমা লেগে গেছে তার সঙ্গে এর থেকে নিজেকে বের হওয়ার জন্যও এই আসরটা ছিল অনেক বড় সুযোগ।

গত শনিবার জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিং এর সময় পাওয়া চোটে আঙ্গুলে চিড় ধরা পড়ে। যার জন্য প্রয়োজন অস্ত্রোপচার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী বলেন, অন্তত চার সপ্তাহের জন্য থাকতে হবে মাঠের বাইরে। এর জন্য অস্ত্রোপচার করাও লাগতে পারে দ্রুত সময়ে।

‘ওর আঙুলে অস্ত্রোপচার করা লাগবে মনে হচ্ছে। তবে এটা দেশে নাকি দেশের বাইরে এখনই নিশ্চিত করে বলতে পারছি না আমি। কারণ এই সময়ে বিদেশে পাঠানো সহজ হবে না। তবে অস্ত্রোপচারটা তাড়াতাড়ি করানো ভাল। বিদেশে পাঠাতে ভিসার ব্যাপার আছে, কোয়ারেন্টিনের ব্যাপার আছে। তো এটা নিয়েই কথা বলছি।’

ডাক্তার দেবাশিষ আরও বলেন, টি-টোয়েন্টি কাপে আর খেলা হচ্ছে না মুমিনুলের। ধারণা করা হচ্ছে অস্ত্রোপচার করা হলে অন্তত চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। তাই জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটায়ও না খেলা হতে পারে টেস্ট অধিনায়কের। তবে মুমিনুল এই টুর্নামেন্ট খেলতে পারছে না, এটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে এতো তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না।