অপরাধ ও দুর্নীতি ৩০ নভেম্বর, ২০২০ ০৪:৩৩

ইউপি চেয়ারম্যানের স্ত্রীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

ইটভাটা চালাতে চাঁদা না দেয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মো. শাহআলমকে কুপিয়ে গুরুত্বর জখম করার ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমু মীরকে গ্রেফতার করেছে পুলিশ

রবিবার দিবাগত রাত তিনটার দিকে তারিকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে তার স্ত্রী এলিজা বেগমকে গ্রেফতার করে পুলিশ

এর আগে রবিবার বিকেলে কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার বিসমিল্লাহ নামের নিজের ইটভাটায় অবস্থান করছিলেন মুক্তিযোদ্ধা শাহআলম সময় চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীর তার স্ত্রী খাদিজা আক্তার এলিজার নেতৃত্বে ওই মুক্তিযোদ্ধার উপর দেশীয় অস্ত্র নিয়ে ১৫/২০ জনের ক্যাডার সশস্ত্র হামলা চালায়

পরে গুরুত্বর জখম মুক্তিযোদ্ধা মো. শাহআলমকে প্রথমে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার পর পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে ঘটনায় মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী বাদী হয়ে রাতেই কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মারধরের ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার স্ত্রীসহ জনকে রাত তিটার দিকে গ্রেফতার করা হয়েছে