বিনোদন ২৯ নভেম্বর, ২০২০ ০২:৫১

সমালোচনা নিয়ে যা বললেন হিরো আলম

বিনোদন ডেস্ক

সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন হিরো আলম। ফের তিনি আলোচনায় উঠে আসলেন। নায়ক থেকে গায়ক বনে গেলেন। গান নিয়ে হিরো আলম গণমাধ্যমকে জানান,’আমি একজন শিল্পী আপনারা সবাই জানেন। এই গানটা আমি শখের বসে করেছিলাম। এখন সবার একটাই প্রশ্ন গান আমি কেন গাইলাম? শাওন আপা, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া আরও অনেক অভিনয় শিল্পী কিন্তু গান করেছেন। তো আমি মনে করলাম বগুড়ার আঞ্চলিক ভাষায় একটা গান করার চেষ্টা করা যায় কিনা।’

তিনি আরও বলেন, আমি প্রথম সারির মিউজিক কম্পোজারদের ও প্রতিষ্ঠানের সঙ্গে গান নিয়ে কথা বলেছি। কিন্তু কেউ আমাকে সাপোর্ট দেয়নি। তখন ভাবলাম ঠিক আছে আমি নিজের চ্যানেলেই গান প্রকাশ করবো। সেই ভাবনা থেকেই গানটি করা।

২৬ নভেম্বর ইউটিউবে মুক্তি পাওয়া ‘বাবু খাইছো’ শিরোনামে গানটির ভিউ প্রায় সাড়ে তিন লাখের কাছাকাছি। আর লাইক পড়েছে ১১ হাজার, ডিজলাইক ৩৩ হাজার। সাড়ে ১১ হাজার কমেন্টসের বেশির ভাগই নেতিবাচক।

সমালোচনা প্রসঙ্গে হিরো আলম জানান, বেশির ভাগ ক্ষেত্রেই নেগেটিভ মন্তব্য পাচ্ছি। দেখুন আমার কোনো ওস্তাদ নাই। যদি আমার ওস্তাদ থাকতো তাহলে হয়তো আরও ভালো গাইতে পারতাম। আমি যখন অভিনয় করতে আসি তখনও সমালোচনা করেছে। এমপি নির্বাচন করলাম তাও সহ্য হলো না, সিনেমা করলাম সেটাই সহ্য হলো না, এখন গান গাইলাম এটাও কারো সহ্য হচ্ছে না। আমার কোনো কিছুই মানুষের সহ্য হয় না।

এছাড়া সামনে তার আরও গান আসবে বলে জানান তিনি।