বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৯ নভেম্বর, ২০২০ ০৯:০৩

আসছে ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা

টেক ডেস্ক

বৈশ্বিক পেমেন্ট সিস্টেমের বাজারে প্রবেশ করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। নিজস্ব ভার্চুয়াল মুদ্রা নিয়ে আসার ঘোষণা দিয়েছিল আগেই। ‘লিব্রা’ নামে ফেসবুকের এ ভার্চুয়াল মুদ্রা আসতে পারে জানুয়ারিতে।

ফেসবুক-সমর্থিত ক্রিপ্টোকারেন্সির ‘লিব্রা’ জানুয়ারিতে চালু হতে পারে। লিব্রা অ্যাসোসিয়েশন এখন একটি একক ডলার সমর্থিত মুদ্রা চালুর পরিকল্পনা করেছে। খবর টেকক্রাঞ্চের।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, একই সময়ে ফেসবুক সম্ভবত নিজস্ব ওয়ালেট চালু করবে, যা ডিজিটাল ওয়ালেট হিসেবে ভার্চুয়াল মুদ্রা সংরক্ষণ, আদান-প্রদান ও খরচের সুবিধা দেবে। মেসেজিং প্ল্যাটফর্মের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত থাকবে এই সেবা।