রাজনীতি ২৮ নভেম্বর, ২০২০ ১২:৩৭

‘সরকার এখন জনগণকে ভয় পায়’

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণ যেন কথা বলতে না পারে সে জন্য পেটোয়া বাহিনী দিয়ে ত্রাস সৃষ্টি করা হচ্ছে। পুলিশ-প্রশাসনকে নিজেদের মতো করে ব্যবহার করা হচ্ছে। সরকার এখন জনগণকে ভয় পায়।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক যৌথ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকি বলেছেন, সরকার এখন জনগণকে ভয় পায়।যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ, রাষ্ট্রচিন্তা ও গণসংহতি আন্দোলন।

সরকারের সব অপকর্মের হিসাব নেওয়া হবে বলে তিনি আরো বলেন, রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা ও নেতাকর্মীদের গুম করে কয়দিন টিকে থাকবেন? জনগণ একদিন এই ভোটারবিহীন সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ডাকসুর সদ্যবিদায়ী ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ফারুক হাসান, শ্রমিক নেতা তাসলিমা আখতার, রাষ্ট্রচিন্তার সংগঠক আইনজীবী হাসনাত কাইয়ুম, ভাসানী পরিষদের মহাসচিব রাশিদুল ইসলাম বাবুল প্রমুখ।