আন্তর্জাতিক ২৬ নভেম্বর, ২০২০ ০৬:৫৭

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। গতকাল দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বাসে করে স্থানীয় একটি পোষাক কারখানার কর্মীরা কাজে যাচ্ছিলেন। সকাল সাতটা নাগাদ সাও পাওলো রাজ্য থেকে ৩৪০ কিলোমিটার দূরের তাগুয়াই শহরের কাছে পৌঁছালে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ৪ জন। আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

সাও পাওলোর গভর্নর জোও ডোরিয়া বলেন, ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, ব্রাজিলে সড়ক দুর্ঘটনা নিয়মিত ট্র্যাজেডি। গেলো বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৩৩২ জন প্রাণ হারায়।