লাইফ স্টাইল ২৫ নভেম্বর, ২০২০ ০৭:৫৯

১০০ টাকায় অ্যাাকুরিয়াম পাবেন যে মার্কেটে (ভিডিও)

রায়হান শোভন

যান্ত্রিক শহর ঢাকা। এ শহরে প্রয়োজনের তুলনায় প্রাকৃতিক সৌন্দর্য খুবই কম। ইট-পাথরের যান্ত্রিকতা থেকে নিজেদের সৌখিন প্রশান্তি দিতে অনেকেই তাদের প্রিয় ঘরকে সাজান বাহারি রঙের বিদেশি মাছ দিয়ে। ঘরকে মনের মত সাজাতে সস্তায় এসব রঙ-বেরঙের মাছ পাবেন রাজধানীর কাটাবন পশুপাখির মার্কেটে।

মার্কেটে ঢুকতেই আপনার চোখ আটকে যাবে বাহারি রঙের মাছের সৌন্দর্যে। কোনো কোনো মাছের রঙ ধবধবা সাদা, কোনটা কালো, কোনটা নীল, কোনোটা আকাশী, গোলাপী, হলুদ, নীল, ডোরাকাটা এরকম নানা রূপ বৈচিত্র্যের মাছ মুহুর্তেই আপনার মনকে ভরিয়ে দিবে এক অপরূপ স্নিগদ্ধতায়।

সব রকম মাছই পাবেন কাটাবন মার্কেটে। মাত্র ৫০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত মাছ পাওয়া যায় এখানে । এছাড়াও কিছু মূল্যবান মাছও বিক্রি করা হয়। যেগুলোর মূল্য ৫০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকার উপরে। এ ধরণের মাছগুলো সাধারণত ক্রেতাদের অর্ডারের উপর নির্ভর করে আনা হয়।

ঘরে যারা অ্যাকুরিয়ামে মাছ পালন করতে চান তাদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্যঃ

মাছের দাম: গোল্ডফিস  মাছের দাম ৮০ থেকে ১২০০ টাকা, গাপ্পি ৫০ থেকে ২০০, সাকার ৮০ থেকে ১৫০, এঞ্জেল ৬০ থেকে ৫০০, টাইগার সার্ক ৬০ থেকে ৩০০, কইকাপ ১০০ থেকে ১০০০, সিলভার সার্ক ১০০ থেকে ৩০০, সিলভার ১০০ থেকে ২৫০,  পিরানহা ২০০ থেকে ২৫০, প্যারোট ১৫০০ থেকে ২৫০০, নিয়ন ট্যাঁটরা ১০০ থেকে ২০০, ফাইটার ৮০ থেকে ২০০০,  টাইগার বার্ভ  ৬০ থেকে ১২০, ব্ল্যাক মলি ৫০ থেকে ১০০, এলভিনিউ সার্ক ১২০ থেকে ২৫০, জেব্রা ৬০ থেকে ১২০, ব্লু গোরামি ৮০ থেকে ১৫০ ও ডিস্কাস ২ হাজার থেকে ৫ হাজার টাকা।

kk

অ্যাকুরিয়ামের দাম: মাছতো কেনা হলো। এবার আসা যাক অ্যাকুরিয়ামের দরদামের ব্যাপারে। আপনার ঘরের আয়তন অনুযায়ী আপনি কিনতে পারেন যেকোন মাপের অ্যাকুরিয়াম। এক ফুট মাপের অ্যাকুরিয়াম ৩৫০ থেকে ৪০০ টাকা, দুই ফুট থেকে যেকোনো মাপের অ্যাকুরিয়াম পাবেন ৭০০ থেকে ৯ হাজার টাকা মধ্যে। এছাড়াও ছোট ও মাঝারি আকারের কাচের চায়না অ্যাকুরিয়াম পাবেন ২০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে।

ll

অ্যাকুরিয়ামের সাজসরঞ্জাম ও যন্ত্রপাতির দাম: লাইট ১৫০ টাকা, অক্সিজেন ২৫০, পাইপ প্রতি গজ ১০ টাকা, ফিল্টার ১০০ থেকে ১৫০০ টাকা, প্লাস্টিকের রঙিন গাছ ২০ থেকে ৫০০, ব্লু ২০ থেকে ৩০০, ওয়াটারকেয়ার ২০ থেকে ৩০০, এন্টি  ফাঙ্গাস ২০ থেকে ৩০০, ফিস ভিটামিন ২০ থেকে ৩০০, - অ্যাকুরিয়াম সল্ট ২০ থেকে ৫০০ টাকা, রঙিন পাথর ৩ কেজির প্যাকেট ১২০ থেকে ২০০ ও খেলনা সামগ্রী ১০০ থেকে ২০০০ টাকা।

অ্যাকুরিয়ামের মাছের যত্নে লক্ষণীয়:  মাছকে রোগমুক্ত রাখতে কিছুদিন পরপর পানি বদল করতে হবে।  পানিতে পরিমাণমতো অক্সিজেন সরবারাহ আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। মাছের গায়ে ফাঙ্গাসের সংক্রমণ হলে ১ ফুট প্রশস্থ   অ্যাকুরিয়ামে ১টা রেনামাইসিন ট্যাবলেট প্রয়োগ করতে হবে। অ্যাকুরিয়ামের সাইজ ও মাছের পরিমাণের উপর কম  বেশি প্রয়োগ নির্ভর করে।  মাছের লেজ পচা ও স্পট রোগ হলে আয়াকুরিয়াম সল্ট ও এন্টি ফাঙ্গাস প্রয়োগ করতে হবে।  ১ ফুট প্রশস্থ   অ্যাকুরিয়ামে ১ চা চামচ করে প্রয়োগ করতে হবে। এছাড়া শীতে তাপমাত্রা নিয়ন্ত্রণে ওয়াটার হিটার ব্যবহার করা যেতে পারে। ওয়াটার হিটারের দাম  ৩০০ থেকে ৮০০ টাকা, রেনামাইসিন ট্যাবলেট প্রতি পিস ৩০ টাকা, আয়াকুরিয়াম সল্ট ১৫০ দরে বিক্রি হয়ে থাকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন