আন্তর্জাতিক ২৫ নভেম্বর, ২০২০ ০৭:২০

অবৈধ প্রবাসীদের বৈধ করছে যে রাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের জন্য দ্বিতীয় দফায় আকামা নবায়নের সুযোগ দিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে চলতি বছরের ১ জানুয়ারি বা তার আগে যেসব অভিবাসী অবৈধ হয়েছেন তাদের জন্য দ্বিতীয় দফায় সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সরকার। যেসব অবৈধ প্রবাসী বৈধভাবে কুয়েতে থাকতে আগ্রহী, তারা সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে জরিমানা পরিশোধ করে আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শর্ত ও নিয়ম মেনে আকামা নবায়ন করতে পারবেন।

কুয়েত ত্যাগ করতে হলে আগ্রহীদের অবশ্যই নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। পরবর্তীতে নতুন ভিসায় কুয়েতে প্রবেশের সুযোগ পাবেন তারা।

যেসব অবৈধ প্রবাসী নির্ধারিত সময়ে বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করবেন না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। তাদেরকে কুয়েত ত্যাগে বাধ্য করা হবে এবং তারা পরবর্তীতে কুয়েতে প্রবেশ করতে পারবেন না।