আন্তর্জাতিক ২৫ নভেম্বর, ২০২০ ০২:৪৪

এবার মালয়েশিয়ায় চীনা প্রকল্প বাতিল

মেলাকা গেটওয়ে প্রকল্প

মেলাকা গেটওয়ে প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়া সরকার ১০ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চীনা উন্নয়ন প্রকল্প বাতিল করেছে। ডেভেলপার কোম্পানি মালাক্কা রাজ্যের হারবার উন্নয়ন প্রকল্পটি শেষ করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কৃত্রিমভাবে নির্মিত দ্বীপগুলিতে অর্থনৈতিক উদ্যান এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা ছিল। যেই প্রকল্পটিতে স্থানীয় সংস্থা কেএজে ডেভলপমেন্ট কোম্পানি ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ারচায়না যৌথভাবে কাজ করছিল। তাদের প্রকল্পের ৬০৯ একর জমি ফিরিয়ে দিতে বলেছে মালয়েশিয়ার সরকার।

মেলাকা গেটওয়ে প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৭ সালের ৪ অক্টোবর। এই বছরের ৩ অক্টোবর এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। কেএজে ডেভলপমেন্ট কোম্পানি সময়মত প্রকল্পটি শেষ করতে ব্যর্থ হয়েছে। গত ১৬ নভেম্বর চুক্তি সমাপ্তির নোটিশটি তাদের অফিসে পাঠানো হয়েছে।

কেএজে মালাক্কা প্রদেশের কৃত্রিম দ্বীপ পুলাউ মেলাকার কাজ করতে চুক্তি পেয়েছিল, যা মেলাকা গেটওয়ে প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয়েছিল।

কেএজে ২০১৩ সালের ১৩ মে আরও তিনটি দ্বীপ গড়ে তোলার জন্য তিনটি চীনা সংস্থা- পাওয়ারচায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড, শেনজেন ইয়ানটিয়ান পোর্ট গ্রুপ এবং রিজাও পোর্ট গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।