Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

বরিশাল

মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বরিশালে করোনার দ্বিতীয় দফা সংক্রামণ ঠেকাতে জনগণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।৩টি ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে ১১ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা, শরীফ মো. হেলাল উদ্দিন এবং আতাউর রাব্বী আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত নগরীর বিএম কলেজ রোড, নথুল্লাবাদ এবং কাশীপুর এলাকায় মাস্কবিহীন ২৩জনকে ৫ হাজার ৪শ’ টাকা, শরীফ মো. হেলাল উদ্দিনের ভ্রাম্যমান আদালত সদর রোড ও রূপাতলী এলাকায় ৩৪জনকে ৩ হাজার ৭শ’ এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত পুলিশ লাইনস ও রূপাতলী এলাকায় ৫জনকে ২ হাজার ১শ’ টাকা জরিমানা করেন।

আর্থিক দন্ডপ্রাপ্ত জনগন তাদের মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দেন। তবে করোনা থেকে বাঁচতে সবার মাস্ক ব্যবহার করার উচিত বলে তারা স্বীকার করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন জনগণের মধ্যে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক লিফলেট ও প্লাকার্ড বিতরণ করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রিটগণ।


আরো খবর