খেলাধুলা ২৪ নভেম্বর, ২০২০ ০৫:৩৯

পিএসজির শেষ সুযোগ

স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের গ্রুপ পর্বে বেগতিক অবস্থায় চলে গেছে পিএসজি। গ্রুপ পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বর। এই ম্যাচ হেরে গেলে নকআউটে ওঠা প্রায় নেই বললেই চলে।

এই অবস্থায় আজ জার্মানির লাইপজিগের মুখোমুখি হচ্ছেন নেইমাররা। নিজেদের পথচলা নিজেদের আয়ত্তে রাখতে এটিই পিএসজির শেষ সুযোগ।

নেইমারদের বর্তমানে হাতে আছে ৩ পয়েন্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, অন্যটি লাইপজিগের বিপক্ষে হারের ব্যবধান ১-২। এইচ গ্রুপে এখন ম্যানইউ, লাইপজিগ দুই দলেরই পয়েন্ট ৬ করে। বাসাকশেহির আবার ম্যানইউকে হারিয়ে পিএসজির মতো ৩ পয়েন্ট জোগাড় করে ফেলেছে। আজ যদি পিএসজি হেরে যায়, ওদিকে ম্যানইউ নিজেদের মাটিতে বাসাকশেহিরের বিপক্ষে প্রতিশোধ নেয়, তাহলে নকআউটের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে পিএসজির জন্য।