খেলাধুলা ২০ নভেম্বর, ২০২০ ০১:১১

বয়সসীমা বেঁধে দিল আইসিসি

আইসিসি সদর দপ্তর

আইসিসি সদর দপ্তর

স্পোর্টস ডেস্ক

বয়স নিয়ে এতদিন কোন বাঁধা নিয়ম ছিলোনা ক্রিকেটে। এদিকেই এবার নজর দিচ্ছে খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির সর্বশেষ সভায় এমন আভাসই পাওয়া যাচ্ছে।

আইসিসি স্বীকৃত সবধরনের ক্রিকেট (নারী, পুরুষ ও অনূর্ধ্ব-১৯) খেলতে হলে ক্রিকেটারের বয়স নূন্যতম ১৫ বছর হতে হবে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে আইসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্রিকেটারদের সুরক্ষার উন্নতি করতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ন্যূনতম বয়সের বিধিনিষেধের প্রবর্তন নিশ্চিত করেছে আইসিসি। এই বয়সসীমা দ্বিপক্ষীয় ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটসহ সবধরনের ক্রিকেটের জন্যই প্রযোজ্য। পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের খেলতে হলে এখন ন্যুনতম ১৫ বছর বয়স হতে হবে।’

অবশ্য, বিশেষ পরিস্থিতিতে ছাড়ের সুযোগ রেখেছে আইসিসি। যদি কোনও সদস্য দেশের ক্রিকেটে বোর্ড আইসিসির কাছে আবেদন করে, তবে ১৫ বছরের কম বয়সী খেলোয়াড়কে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি দেয়া যেতে পারে। তবে এক্ষেত্রে সেই খেলোয়াড়ের দিতে হবে খেলার অভিজ্ঞতা, মানসিক বিকাশ এবং সুস্থতার প্রমাণ।