খেলাধুলা ২০ নভেম্বর, ২০২০ ০৯:৫০

কোচ লো’র পদত্যাগ চান জার্মানরা

স্পোর্টস ডেস্ক

স্পেনের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর জাতীয় দলের কোচ জোয়াকিম লো'র পদত্যাগ চান জার্মানরা। ৬০ বছর বয়সী এ কোচের পদত্যাগের দাবি জানিয়ছেন সাবেক জার্মান ফুটবলারও।

আগামী বুধবার মিউনিখে জার্মান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফ্রিটজ কেলারের সঙ্গে বৈঠকে বসবেন জোয়াকিম লো। জাতীয় দলের সঙ্গে দুই বছরের চুক্তি বাকি তাঁর।

জোয়াকিম লোর সঙ্গে টিম ডিরেক্টর অলিভার বিয়েরহফেরও পদত্যাগ চান জার্মান ফুটবল ভক্তরা। বিষয়টি নিয়ে জার্মানদের মধ্যে এক জরিপ চালিয়েছে বার্তা সংস্থা এএফপি। সেখানে ৮৪ শতাংশ জার্মান লো-বিয়েরহফের বিদায়ের পক্ষে। কেবল মাত্র ১৩.৩ শতাংশ জার্মান এই জুটিকে আরও একটা সুযোগ দিতে চান। ২০১৪ বিশ্বকাপ জয়ে এই দু'জনের অবদানের কথা ভেবেই তারা সুযোগটা দিতে চান।

অধিকাংশ জার্মান মনে করেন, লো যথেষ্ট সুযোগ পেয়েছেন। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর গত দুই বছরেও জার্মান দলের কোনো উন্নতি হয়নি বলেই তাদের ক্ষোভ। গত ১৪ বছর ধরে জার্মানির কোচ জোয়াকিম লো।