বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৭ নভেম্বর, ২০২০ ০৮:৫৪

‘ভ্যানিশ মোড’ নিয়ে এলো মেসেঞ্জার

টেক ডেস্ক

হোয়াটসঅ্যাপের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারটি এসেছে মাত্র কয়েকদিন। এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবেই মেসেজ ডিলিট করে ফেলে। এবার এই সুবিধা যুক্ত হচ্ছে যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে।

মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ‘ভ্যানিশ মোড’ নামের নতুন একটি ফিচার এসেছে মাত্র ১০ দিন। যার ফলে ব্যবহারকারীরা চাইলেই স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে মেসেজ। এবার ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ নামের ফিচারটি যুক্ত করতে যাচ্ছে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। খবর জিএসএম অ্যারেনার।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভ্যানিশ মোড’ ব্যবহার করে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে টেক্সট, ইমোজি, ছবি, ভয়েস মেসেজ, স্টিকার, জিআইএফ পাঠানো হলে প্রাপক সেগুলো দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। কোনও কোনও সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘ভ্যানিশ মোড’ এর ফলে প্রাপক কোনও মেসেজ দেখে চ্যাট উইন্ডো ক্লোজ করার পরই সেই মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে।

‘ভ্যানিশ মোড’ ব্যবহার করে মেসেজ পাঠালে প্রাপক সেই মেসেজ দেখে চ্যাট উইন্ডো ক্লোজ করার সঙ্গে সঙ্গে পাঠানো মেসেজটি ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে সেই মেসেজের কোনও রেকর্ড থাকবে না। ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারের সুবিধা দেবার জন্যই এই ফিচারটি আনা হয়েছে।

মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের নতুন এই ফিচার সম্পর্কে টেক ক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, স্ন্যাপচ্যাটে মেসেজ দেখার পর যেভাবে ডিলিট হয়ে যায়, ‘ভ্যানিশ মোড’ ব্যবহার করলে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও তেমনটিই হবে। তবে স্ন্যাপচ্যাটের মতো মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে না। অপশনে গিয়ে ব্যবহারকারীকে এটি চালু করতে হবে।