খেলাধুলা ১৬ নভেম্বর, ২০২০ ১১:৫৯

ফের করোনা ‘পজিটিভ’ জেমি ডে

জেমি ডে

জেমি ডে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডের করোনা পরীক্ষার ফল ফের পজিটিভ এসেছে। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর বাংলাদেশ দলের সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল। সেখানে শুধু পজিটিভ হয়েছিলেন ইংলিশ কোচ জেমি ডে। রবিবার আবারও কোভিড-১৯ পরীক্ষা করা হয় বাংলাদেশ দলের প্রধান কোচের। আজ সোমবার বিকেলে পাওয়া ফলে আগের মতোই পজিটিভ এসেছে তার

করোনাভাইরাস পজিটিভ হওয়ায় আগামীকাল মঙ্গলবার তাকে ডাক আউটে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় ডাগ আউটে থাকবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস আজকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে ডের ম্যাচের দিন মাঠে থাকার সম্ভাবনা ছিল। এখন নতুন করে পজিটিভ ফল আসায় তাকে হোটেলেই আইসোলোশনে থাকতে হচ্ছে।

জেমি ডে বলেন, আবার করোনা পজিটিভ এসেছে। এখন পজিটিভ ফল আসলে তো আর মাঠে যাওয়া যাবে না। উল্লেখ্য, আগামীকাল বাংলাদেশ নেপালের মধ্যে মুজিববর্ষের সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ হতে যাচ্ছে। প্রথম ম্যাচে বাংলাদেশ - গোলে হারিয়েছে সফরকারীদের

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, দুই দফা করোনা পজিটিভ আসায় জেমি ডে মাঠে যেতে পারছেন না। আপাতত কয়েকদিন দেখা হবে তার পরিস্থিতি। তারপর আবারও পরীক্ষা হবে তার। এখন ১৯ নভেম্বর জেমিকে ছাড়াই দল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার যাবে। তারপর সুস্থ হলে তখন জেমি সেখানে যাবেন। এর মধ্যে জেমি হোয়াটসঅ্যাপসহ নানান মাধ্যমে দলকে সহযোগিতা দিয়ে যাবেন।