স্বাস্থ্য সেবা ১৪ নভেম্বর, ২০২০ ০৩:১২

মেয়র হানিফের স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার লালবাগ এলাকায় মেয়র মোহাম্মদ হানিফের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প শুরু হতে যাচ্ছে আগামীকাল ১৫ নভেম্বর। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালিত হবে চোখ দিয়ে পানি পরা, চোখের চুলকানি, চোখে ঝাপসা দেখা, চোখ জ্বালা-পোড়া, চোখ লাল হয়ে যাওয়াসহ চোখের নানা ধরনের চিকিৎসা সেবা আগামী এক মাস বিনামূল্যে দেয়া হবে

এছাড়াও বিনামূল্যে চশমার পাওয়ার পরীক্ষা,দরিদ্র রোগীদের বিনামূল্যে চশমা চিকিৎসা সামগ্রী বিতরণ, চোখের ছানি অপারেশনসহ চোখের নানা রকম চিকিৎসা প্রদান করা হবে। বাংলাদেশ আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা এই ক্যাম্প পরিচালিত হবে।

লালবাগ শহীদ নগরস্থ পুষ্প সাহা আনন্দ স্কুল (তলার পাড়) প্রাঙ্গনে মাসব্যাপী চোখের চিকিৎসা সেবা চলবে আগামী ১৫ই নভেম্বর  থেকে প্রতিদিন সকাল ১০টা হইতে দুপুর ২টা পর্যন্ত চোখের সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের সকলকে উক্ত সেবা কার্যক্রম উন্মুক্ত বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ