খেলাধুলা ১২ নভেম্বর, ২০২০ ০৪:৫৩

অস্ট্রেলিয়া সফর

সেফটি কিট পরে বিমানে উঠল কোহলিরা

ডেস্ক রিপোর্ট

আইপিএল শেষ৷ ফের একজোট ভারতীয় ক্রিকেটাররা৷ বুধবার অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে রওনা দিল টিম ইন্ডিয়া৷ সেফটি কিট পরে দুবাই থেকে অস্ট্রেলিয়ার বিমানে উঠলেন বিরাটরা৷

কথা মতো আইপিএল ফাইনালের পরের দিন অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় দল৷ অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ ছাড়াও চার টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া৷ নতুন সেফটি কিট পরে অস্ট্রেলিয়ার বিমান ধরলেন ৩০ ভারতীয় ক্রিকেটার৷ বোডিংয়ের আগে বিরাটদের সেই ছবি টুইটারে পোস্ট করল বিসিসিআই৷ টুইটে বিসিসিআই-এর তরফে লেখা হয়েছে, “#TeamIndia is BACK! Let’s embrace the new normal.”

তিন ফরম্যাটের মোট ৩০ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিমানে উঠলেন৷ তবে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাব করার জন্য বিরাটদের সঙ্গে গেলেন না সদ্য আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মা৷ তবে অস্ট্রেলিয়ার মাটিতে অবতরণের পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের৷ প্রথমে তিন ওয়ান ডে-র সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করতে চলেছেন বিরাটরা৷ ২৭ নভেম্বর সিডনিতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ৷

তিন ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড, মানুকা ওভালে৷ তারপর শুরু হবে টি-২০ সিরিজ৷ প্রথম ম্যাচ হবে ৪ ডিসেম্বর ক্যানবেরায়৷ পরের দু’টি টি-২০ ম্যাচ হবে এসসিজি-তে৷ এরপর চার টেস্টের সিরিজ হবে ১৭ ডিসেম্বর৷ অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট খেলবে বিরাটরা৷ এই টেস্টের পরই অবশ্য দেশে ফিরবেন ক্যাপ্টেন কোহলি৷

রোহিত শর্মা প্রথমে অস্ট্রেলিয়া সফরের দলে না-থাকলেও চোট সারিয়ে আইপিএলে মাঠে নামায় তাকে টেস্ট দলে ঢোকায় নির্বাচকরা৷ ওয়ান ডে এবং টি-২০ সিরিজে রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে৷ এই সময় তিনি এনসিএ-তে রি-হ্যাবে থাকবেন৷ তারপর ফিটনেস পরীক্ষায় পাশ করে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন৷

অস্ট্রেলিয়া সফরে পরিবর্তিত ভারতীয় দল:

টি-২০ স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক/ উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার ও টি নটরাজন৷

ওয়ান-ডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, কেএল রাহুল (সহ-অধিনায়ক/ উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, মায়াঙ্ক আগরওয়াল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর ও সঞ্জু স্যামসন (উইকেটকিপার)৷

টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।