বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১২ নভেম্বর, ২০২০ ০৪:০৬

বাজারে এলো অ্যাপলের হালকা ল্যাপটপ ম্যাকবুক

ডেস্ক রিপোর্ট

বাজারে এসেছে অ্যাপলের সবচেয়ে হালকা ল্যাপটপ ম্যাকবুক এয়ার। দাম ধরা হয়েছে ৯ শ' ৯৯ ডলার। সাথেই এসেছে ল্যাপটপ ম্যাকবুক প্রো। এটির দাম ধরা হয়েছে ১২শ' ৯৯ ডলার। দুটো ল্যাপটপই তৈরি হয়েছে অত্যাধুনিক মাইক্রোপ্রসেসর এম ওয়ানের সংযোজনে। আগামী সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রে মিলবে এ টেক পণ্যগুলো। 

প্রথমবারের মতো অ্যাপলের নতুন ম্যাক ল্যাপটপে ব্যবহার করা হয়েছে আইফোনে ব্যবহার করা চিপ। এখন পর্যন্ত অ্যাপলের তৈরি চিপ ব্যবহার করা হয় আইফোন, আইপ্যাড আর অ্যাপল ওয়াচে। অ্যাপল কখনো সরাসরি না বললেও উইন্ডোজভিত্তিক অ্যাপলের সব ল্যাপটপই ইন্টেল চিপের ওপর নির্ভরশীল ছিলো। 

অ্যাপল কর্তৃপক্ষ বলছে, নতুন মাইক্রোপ্রসেসর এম ওয়ানের সংযোজনে তৈরি ম্যাকবুকগুলোর ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। 

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিমকুক বলেন, মানুষ যেভাবে অ্যাপলের ম্যাক ব্যবহার করে, সেটা সন্তোষজনক। ম্যাক সবসময় নতুন আর পরিবর্তনশীল। জুনেই অ্যাপল কর্তৃপক্ষ কথা দিয়েছিল নতুন কিছু নিয়ে আসবে আর তা চলতি বছরই। কথা রেখেছে অ্যাপল। এম ওয়ান এখন পর্যন্ত তাদের তৈরি করা সবচেয়ে শক্তিশালী চিপ।

অ্যাপলের প্রোডাক্ট লাইন ম্যানেজার জানান, ম্যাকবুক এয়ারকে নতুন করে সাজিয়েছেন তারা। কল্পনার বাইরে হালকা পাতলা ল্যাপটপ এটি। অনেক দ্রুত কাজ করে নতুন ম্যাকবুকের প্রসেসর। ফ্যান নেই, তাই আওয়াজও নেই। ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি সবকিছুর মান আগের ভার্সনগুলোর চেয়ে ভালো। একবার চার্জ দিলে ব্যবহার করা যাবে ১৮ ঘণ্টা পর্যন্ত। ম্যাকবুক প্রো'তে ওয়েব ব্রাউস করা যাবে টানা ১৭ ঘণ্টা আর ভিডিও দেখা যাবে টানা ২০ ঘণ্টা।

অ্যাপলের আইফোনের কারণে কম্পিউটারের চাহিদা কিছুটা কম থাকলেও বছরে কয়েক হাজার কোটি ডলারের ল্যাপটপ বিক্রি হয়। করোনা মহামারীতে জমজমাট ছিলো অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপের বাজার। অক্টোবরেই ৯শ' কোটি ডলারের ল্যাপটপ বিক্রি করেছে অ্যাপল।  

অ্যাপলের সটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, হার্ডওয়্যার, সফটওয়্যার সবকিছু মাথায় রেখে এমন কিছু বানিয়েছেন তারা, যেটা গ্রাহকদের স্বস্তি দেবেই। ম্যাক এখন আইফোন আইপ্যাডের মতো এক ক্লিকেই সজাগ হবে।

প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, এখন পর্যন্ত ম্যাকে সব ফিচারের জন্য আলাদা আলাদা চিপ ব্যবহার করতে হতো। নতুন এম ওয়ান মাইক্রোপ্রসেসরে এক চিপ ব্যবহার করেই সব কাজ করবে ম্যাক ল্যাপটপ। কম সময়ে দ্রুত নির্ভুল কাজ করা যাবে এই ম্যাক দিয়ে।

বাজার বিশ্লেষকরা বলছেন, অ্যাপল উল্টো দেড়শ' থেকে দুশ' ডলার কম খরচ করেছে ম্যাকবুক বানাতে। ব্যয়বহুল কোন ফিচারও নেই ল্যাপটপে। আবার ফাইভ জি কিংবা ফোর কে সংযোজনও নেই। ডিসপ্লে ছাড়া আরেক ভার্সন ম্যাক মিনি পাওয়া যাবে ৬শ' ৯৯ ডলারে।