রাজনীতি ১১ নভেম্বর, ২০২০ ০১:৫৬

মানুষের পাশে দাঁড়ানোই যুবলীগের মূল উদ্দেশ্য

নিজস্ব প্রতিবেদক

আমাদের মূল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

আজ বুধবার ধানমন্ডি-৩২ নম্বরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন তিনি এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বনানী কবরস্থানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় দলীয় পতাকা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়

যুবলীগ চেয়ারম্যান বলেন, আগামীর যুবলীগ হবে একটি মেধাসম্পন্ন সংগঠন রাজনৈতিক সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন সংগঠন শিক্ষিত সাধারণ মানুষকে নিয়ে গঠিত এখানে কোনো অনুপ্রবেশকারী কিংবা কোনো দুস্কৃতিকারীকে ঢুকতে দেয়া যাবে না

তিনি বলেন, যুবলীগের একটি গঠনতন্ত্র আছে, সামনে একটি কার্যপ্রণালীও তৈরী করা হবে তিনি সাংবাদিক পুলিশ প্রশাসনকে জন্য সাহায্য করার আহ্বান জানান

তিনি আরও বলেন, যুবলীগের কোনো দূর্বলতা নেই চাওয়া-পাওয়া নেই যুবলীগে আমরা সার্ভ করার জন্যই এসেছি অন্য কোনো পারপাস ব্যক্তিগত লোভ লালসা নিয়ে আসিনি

যুবলীগের চেয়ারম্যান বলেন, যুবলীগের এক এক সময় এক এক ধরনের চ্যালেঞ্জ নিয়েছে এখন আমাদের চ্যালেঞ্জ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করতে যাচ্ছেন, সেখানে যুবলীগেরও ভূমিকা থাকবে আমরা এখন একটি মহামারীর মধ্যদিয়ে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য হবে মানুষের পাশে দাঁড়ানো আমরা রাজনীতির মূলনীতিতে ফিরে যেতে চাই যার একটি হচ্ছে মানুষের সেবা করা, অন্যটি হচ্ছে প্রতিবাদ সেখানে অন্যায় অত্যাচার, নির্যাতন হবে সেখানেই যুবলীগ প্রতিবাদ করবে

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল,সাধারণ সম্পাদক ইসলাম হোসেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুসহ আরও অনেকেই