সোশ্যাল মিডিয়া ২৫ আগস্ট, ২০১৯ ১০:৪০

রুমিন ফারহানাকে গতিপথ পাল্টাতে বললেন পীর হাবিব

ডেস্ক রিপোর্ট।।

গনপূর্ত মন্ত্রী বরাবর পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা। তিনি মন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ থাকার অঙ্গীকার করায় অনেকেই হতবাক হয়েছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। তারই ধারাবাহিকতায় প্রখ্যাত কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ নিয়ে নিজের ফেসবুক ওয়ালে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তার সুচিন্তিত মত প্রকাশ করেছেন। আমাদের কাগজের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

পীর হাবিবুর রহমান তার স্ট্যাটাসে লিখেছেন,  "আমি চেয়েছিলাম রুমিন ফারহানা এমপি হোন। হয়েছেন।খুশি হয়েছি। অলি আহাদের বাড়ি কই কেউ জানতে চায়না। অধ্যাপক মোজাফফর আহমদের বাড়ি আছে কিনা দরকার নেই! দেশ তাদের বাড়ি।

অলি আহাদের মেয়ে ব্যরিষ্টার রুমিন ফারহানা এমপি হিসেবে আর ১০জনের সাথে ট্যাক্স ফ্রি গাড়ি নেন অসুবিধা নেই। আর সবার সাথে প্লট যতটুকু পান ততটুকু নেন অসুবিধা নাই। কিন্তু মন্ত্রীর কাছে ১০কাটার প্লটের করুন আবেদন ও প্লট পেলে চিরকৃতজ্ঞ থাকার অঙ্গীকার বাবার ব্যক্তিত্ব নিজের কথাবার্তার সাথে বড় বেশি অসংগতিপূর্ন। বড় হতে হলে নির্লোভ নিরাভরন হতে হয়। অর্থবিত্তের মোহ লোভ আর যাই হোক ক্ষমতাবান করলেও বড় আদর্শিক রাজনীতিবিদ হতে দেয়না। মানুষের অকৃত্রিম ভালোবাসা নিয়ে মরতে দেয়না।

মতিয়া চৌধুরীর রাজনৈতিক জীবন বর্নাঢ্য ও সাহসী।কিন্তু তার শক্তির উৎস হচ্ছে নির্লোভ সাদামাটা নিরাভরন সৎ জীবন।রুমিন ফারহানা মতিয়া চৌধুরী না হন,তারানা হালিমের মতোন হবেন আশা করেছিলাম।হোচট নিজে খাননি,তার পর্যবেক্ষকরা খেয়েছেন।মানে ক্ষমতা পেলে মন্ত্রী হলে তিনি গুলশানেই বড় প্লট করবেননা,অনেক কিছুই করবেন এমন সন্দেহ ভিতরে জন্ম দিয়েছেন।

এদেশে অনেক রাজনৈতিক নেতাকর্মী লোভী,অসৎ যেমন সত্য তেমনি অসংখ্য নেতা কর্মী সৎ নির্লোভ।অনেকে সুযোগের অভাবে সৎ থাকেন এটা যেমন সত্য তেমনি অনেকে সূযোগ পেয়েও সৎ নির্লোভ থাকেন এটাও রাজনীতি সমাজে দৃশ্যমান বলেই এখনো দেশটা ঠিকে আছে।

আমার ব্যক্তিগত স্নেহের অনুজ রুমিন ফারহানাকে বলবো এখনই নির্ধারন করতে জীবনের গতিপথ।লোভ না নির্লোভ পথ?সাদামাটা নিরাভরন ,মর্যাদা ও ব্যক্তিত্বের জীবনে অসুবিধা কই?ভালো পোষাক স্বচ্ছল জীবনযাপনেও সৎ থাকা যায়,নির্লোভ পথে হাটা যায়।

অনেকেই ১০কাটার প্লটই নয় পথের গরিব কর্মি থেকে অঢেল বিত্তের মালিক হয়েছেন,রুমিন ফারহানাকে সেটা মানায়না।এমপি হিসেবে যেটুকু বরাদ্দ তার বাইরে চাওয়াই লোভ।

কদিন আগে দেখলাম আজীবনের সৎ মানুষ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ট্যাক্সফ্রি গাড়ি আনার অনুমতি পেয়েছেন!কি হতো না নিলে?সবার শ্রদ্ধার মানুষ তিনি!এখন তিনি এমপি নন।সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে।তাহলে এ সুবিধা আর কেউ পাবেনা কেনো?বুঝিনি!"