বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৮ নভেম্বর, ২০২০ ০১:১০

গুগল মেসেজেসে নতুন ফিচার

টেক ডেস্ক

মেসেজেস অ্যাপে নতুন একটি ফিচার যোগ করেছে গুগল। এই ফিচারের সাহায্যে যেকোনও মেসেজের সময়সূচি বা শিডিউল করা যাবে। বর্তমানে অল্প কিছু ব্যবহারকারী সুবিধাটি পেলেও দ্রুতই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

মেসেজেস অ্যাপের সেন্ড বাটনে চাপ দিয়ে ধরলে ‘শিডিউল মেসেজ’ এর অপশনটি আসবে। এখানে আগে থেকেই নির্ধারিত তিটি সময়ের যে কোনওটি বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি সম্পূর্ণ নতুন তারিখ ও সময়ও নির্ধারণ করতে পারবেন তারা। তারিখ ও সময় নির্ধারণের পর ‘সেভ’ অপশনে ক্লিক করতে হবে।

কোনও একটি মেসেজের সময়সূচি নির্ধারণ (শিডিউলড) করা হয়ে গেলে সেটি প্রাপকের চ্যাটে একটি ক্লক (ঘড়ি) আইকনসহ দেখা যাবে। এছাড়া মেসেজটির নিচে ‘শিডিউলড মেসেজ’ লিখা থাকবে। পাঠানোর পরও শিডিউল মেসেজে প্রেরকরা তিনটি অপশন পাবেন।

শিডিউল মেসেজটিতে চাপ দিয়ে ধরে রাখলে ‘আপডেট মেসেজ’, সেন্ড নাউ’ এবং ‘ডিলিট মেসেজ’ নামের অপশনগুলো আসবে। ‘আপডেট মেসেজ’ অপশনটির সাহায্যে মেসেজে কোনও ভুল থাকলে সংশোধন করা যাবে কিংবা নতুন কিছু যুক্ত করা যাবে। সেন্ড নাউ অপশনটি ব্যবহার করে যেকোনও সময় মেসেজটি পাঠিয়ে দিতে পারবেন ব্যবহারকারীরা। আর ডিলিট অপশনের সাহায্যে মেসেজটি ডিলিট করা যাবে।

সূত্রঃ গেজেটস নাউ।