অর্থ ও বাণিজ্য ২৮ জুলাই, ২০১৯ ১০:০৪

আইবিএফবি'র ১৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের ব্যবসা-বানিজ্য কে সুদূরপ্রসারী পথে এগিয়ে নিতে আইবিএফবি যে মেধাভিত্তিক কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়- ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ১৪ তম বার্ষিক সাধারণ সভায় মাননীয় বানিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে একথা বলেন। 

২৫ জুলাই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত আইবিএফবি'র বার্ষিক সাধারণ সভায় তিনি তার বক্তব্যে আরো বলেন, চীন-আমেরিকা বৈরিতার কারণে আমাদের ব্যবসা-বানিজ্যে সুফল আসবে বলে প্রতিয়মান হয়। এ সুফল কাজে লাগানোর জন্য আইবিএফবি ব্যবসায়ীদেরকে উৎসাহিত করবে এ আশাবাদ তিনি ব্যক্ত করেন। ব্যবসা প্রসারের জন্য যা কিছুর প্রয়োজন সরকার তা করছে এবং করবে। তিনি ব্যবসায়ী কমিউনিটিকে একসঙ্গে কাজ করা আহ্বান জানান।

সম্মেলনের বক্তা হিসেবে ড: এম এ রাজ্জাক, গবেষণা পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ তার বক্তব্য উপস্থাাপন করেন।

 

বিশেষ অতিথি হিসেবে এফবসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, জনাব জিওফ্রে ম্যাকডোনাল্ড, পিএইচডি, আবাসিক প্রোগ্রাম পরিচালক, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটে এবং জিয়িরি গিগৌরি, মিশনের প্রধান, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) তাদের মূল্যবান ভাষণ দিয়েছেন।

আইবিএফবির প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন আইবিএফবি একটি অলাভজনক এবং অ-রাজনৈতিক ব্যবসা ফোরাম যা সারা দেশে এবং বিদেশে ব্যবসা নেতাদের সমৃদ্ধ ও জ্ঞান ভিত্তিক ব্যক্তিসহ গঠিত। আইবিএফবি একটি গবেষণা এবং এডভোকেসি ভিত্তিক দেশব্যাপী বাণিজ্য সংস্থা যা দেশের ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির জন্য কঠোর পরিশ্রম করছে। অতীতে আইবিএফবি বিভিন্ন ক্রসকুটিং ব্যবসায় এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, বাংলাদেশী উদ্যোক্তাদের দ্বারা বিদেশী বিনিয়োগ, জাহাজ নির্মাণ শিল্প, আয়কর আইনের জটিলতা এবং এর সরলীকরণ ইত্যাদি বিষয়ে ত্রিশ (৩০) টি গবেষণা ও এডভোকেসি কাজ করেছে। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আইবিএফবির ২০১৯-২০২১ মেয়াদে পরিচালনা পর্ষদের ৪ জন পরিচালক নির্বাচন করা হয়। 

জনাব আনোয়ার শহীদ, ব্যবস্থাপনা পরিচালক, শিমেক্স ইন্টারন্যাশনাল লি:, মিসেস তৌহিদা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাডভান্স হোমস প্রা: লিমিটেড, জনাব সৈয়দ এনামুল হক মুরাদ, ব্যবস্থাপনা পরিচালক,সানিয়ান ফ্যাশনস লি: এবং ইঞ্জিনিয়ার মো: হাসান মাহমুদ বাবু, ব্যবস্থাপনা পরিচালক,অ্যাগ্রো ইন্টারন্যাশনাল ও কনসালটেন্টস লি: প্রথমবারের মতো আইবিএফবি'র পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হন।

মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী , ব্যবস্থাপনা পরিচালক,লঙ্কাবাংলা সিকিউরিটিজ লি:, জনাব আজিজুল হক, পরিচালক, মেসার্স আজিজুল হক, মো: মজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক,রানার তেল ও গ্যাস লি: এবং
জনাব মো: সিরাজুল ইসলাম ভরোশা, ব্যবস্থাপনা পরিচালক,শিরাজ ভরোশা গ্রুপ আইবিএফবি এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে পুনর্র্নিবাচিত হন।

 

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন