খেলাধুলা ৭ নভেম্বর, ২০২০ ০৯:০৫

ফাইনালে উঠেও উচ্ছ্বসিত নয় মুম্বাই

স্পোর্টস ডেস্ক

৫৭ রানের বিশাল ব্যবধানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার মুম্বাই। আর দিল্লি এখন দ্বিতীয় কোয়ালিফায়ারের অপেক্ষায় আছে। তবে ফাইনালে উঠেও উল্লসিত নয় রোহিত শর্মার দল।

টসে জিতে ব্যাট করতে নেমে মুম্বাই ৫ উইকেটে ২০০ রান করে। বিনা রানে ফিরে আসেন রোহিত। তবে ডি কক ৪০ ও সূর্যকুমার ৫১ রান করে দলকে লড়াইয়ে রাখেন। ইশান কিশান পরে ৩০ বলে ৫৫ রান করেন।

জবাবে  ব্যাট করতে নেমে মহা বিপর্যয়ে পড়ে দিল্লি। শুরুতেই শূন্য রানে তারা ৩ উইকেট হারায়। স্টয়নিয়স ৬৫ ও অক্ষর প্যাটেল ৪২ রান করে প্রতিরোধের চেষ্টা করলেও বোল্ট ও বুমরাহকে সামলাতে পারেননি তারা। ৮ উইকেটে মাত্র ১৪৩ রান করে দিল্লি। বুমরাহ ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

ম্যাচের পর রোহিত শর্মা বলেছেন, ‘আমি মনে করি, এটা আমাদের সেরা পারফরম্যান্স ছিল। আজ আমরা অসাধারণ দৃঢ়তা দেখিয়েছি। টি-টোয়েন্টিতে মোমেন্টামটা বড় ব্যাপার। তবে আমরা এখনই উচ্ছ্বসিত নই। আরো ম্যাচ বাকি আছে।’