খেলাধুলা ৬ নভেম্বর, ২০২০ ০২:৪১

টি-টোয়েন্টিতে ৩ ক্রিকেটারকে বাদ দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল। ওয়ানডে সিরিজে সবাই দলের সঙ্গে থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়লেন তিন ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা।

প্রথম ওয়ানডেতে ফিফটি হাঁকানো ওপেনার ইমাম-উল হককে টি-টোয়েন্টির জন্য বিবেচনায় রাখেননি নির্বাচকরা। এমনকি সেই ম্যাচের সর্বোচ্চ স্কোরার হারিস সোহেলও বাদ পড়েছেন সংক্ষিপ্ত ওভারের ফরম্যাট থেকে। এই দুইজনের সঙ্গে বাদ পড়েছেন ডানহাতি ওপেনার আবিদ আলীও।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, রোহাইল নাজির, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ জাফর গোহার।