নিজস্ব প্রতিবেদক
খুলনায় আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার জন্য ১৬ কোটি ডলার বা ১ হাজার ৩৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ বুধবার এই ঋণচুক্তির অনুমোদন দিয়েছে ব্যাংকটি। চুক্তিটিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি মনমোহন প্রকাশ সই করেন।
মনমোহন প্রকাশ বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে খুলনা অঞ্চলে পানিবাহিত রোগ-শোক অনেকটাই কমে আসবে সাথে উন্নয়ন হবে নাগরিক জীবন।
এই পয়োনিষ্কাশন ব্যবস্থায় উপকারভোগী হবেন খুলনার ৮ লাখ ৮০ হাজার মানুষ। এতে থাকবে ২৬৯ কিলোমিটার বিস্তৃত পয়োবর্জ্য নিষ্কাশননালা, ৮টি পাম্পিং স্টেশন, ২টি পয়োশোধনাগার, ২৭ হাজার সংযোগ পয়েন্ট।