বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৩০ অক্টোবর, ২০২০ ১০:২৩

আপাতত বাংলাদেশে অফিস খুলবে না ফেসবুক

টেক ডেস্ক

এই মুহূর্তে বাংলাদশে অফিস খোলার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।  তবে দেশীয় বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছে তারা। 

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান ফেসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেইফটি পলিসি প্রধান অ্যাম্বার হকস।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাম্বার হকস বলেন, বাংলাদেশে এই মুহূর্তে আমাদের অফিস খোলার কোনো পরিকল্পনা নেই।  আমরা সম্প্রতি এক পাবলিক পলিসি ম্যানেজার নিয়োগ করেছি।  আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে বিনিয়োগ করছি।  এনজিও, নিরাপত্তা নিয়ে কাজ করে এমন সংস্থা এবং সিভিল সোসাইটি সংস্থার সঙ্গে আমরা কাজ করার পরিকল্পনা করছি।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সরকারের প্রতিনিধি দল জানিয়েছিল, ফেসবুক বাংলাদেশে একটি অফিস খুলতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ফেসবুক বাংলাদেশে আঞ্চলিক প্রতিনিধি নিয়োগ দেবে।