বিনোদন ২৮ অক্টোবর, ২০২০ ০৭:৫০

আলো জ্বলেছে মঞ্চে

বিনোদন ডেস্ক

করোনার প্রকোপে থমকে গিয়েছিল পুরোবিশ্ব এর প্রভাব পড়েছিল থিয়েটার ও মঞ্চ নাটকে। এমনিতেই নানা চড়াই-উৎরাইয়ের মধ্যে থিয়েটার চর্চা করে আসছিল ঢাকা ও ঢাকার বাইরের নাটকের দলগুলো। এমনকি অনেক নাট্যকর্মী বাধ্য হয়ে নিজেদের এই জগৎ থেকে গুটিয়ে নিয়েছেন। এসব সংকট কাটাতে গত ২৩শে অক্টোবর শিল্পকলা একাডেমিসহ অন্যান্য মিলনায়তনগুলো খুলে দিয়েছে সরকার। ফলে ধীরে ধীরে ফের প্রাণ ফিরতে শুরু করেছে এ অঙ্গনে।  

জানা গেছে, নাটকের দলগুলোর প্রদর্শনীর জন্য তোড়জোড় শুরু হয়েছে। তারা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতিও সেরে ফেলেছেন।

তবে কিছু শর্ত সাপেক্ষে। বড় হলে ২০০ আর ছোট হলে ১০০ এর বেশি দর্শক অবস্থান করতে পারবেন না। তবে আনন্দের সংবাদ এখন দলগুলোর মধ্যে যারা প্রদর্শনী করবে তাদের কাউকেই কোনো হল ভাড়া দিতে হবে না।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ জানান, করোনার মধ্যে একটা আতঙ্কের মধ্যে আছি। তবে নতুন স্বাভাবিক জীবনে সবাই মানিয়ে নেয়ার চেষ্টা করছি। তাই সরকার বিনোদন কেন্দ্রগুলো খুলে দিয়েছে। থিয়েটারও চালু হয়েছে। ধীরে ধীরে মঞ্চ নাটক চাঙ্গা হয়ে উঠুক এটাই চাই।

আগামী ৩০শে অক্টোবর প্রদর্শনী হবে ঢাকা থিয়েটার প্রযোজিত নতুন নাটক ‘একটি অলৌকিক অথবা লৌকিক জাহাজ’।

উল্লেখ্য, গত ২৮শে আগস্ট বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে ‘লাল জমিন’ নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় নাটক প্রদর্শনী।