বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৭ অক্টোবর, ২০২০ ০৩:৫৮

হ্যাশট্যাগ উই লাভ মুহাম্মদ (সা.)

ডেস্ক রিপোর্ট

মুসলমানদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে ব্যাঙ্গ করে কার্টুন প্রকাশ করায় সারাবিশ্বের তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাকে নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা মুসলিম বিশ্ব। মুসলিম দেশগুলোতে ফ্রান্সের পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছে।

এমন সমালোচিত কাজ করেও অনুতপ্ত নন ফরাসি প্রেসিডেন্ট। উল্টো তিনি বলেছেন, মুহাম্মদ (সা.) কে অপমান করে প্রকাশিত কার্টুন প্রকাশে বাধা দেবেন না। তার এমন বক্তব্যে নিন্দার ঝড় বইছে।

সারাবিশ্বের মুসলমানরা ‘হ্যাশট্যাগ উই লাভ মুহাম্মদ (সা.)’ লিখে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের মুসলমানরাও সামাজিক মাধ্যমগুলোতে ‘হ্যাশট্যাগ উই লাভ মুহাম্মদ ( সা.)’ লিখছেন। 

এর আগে সামাজিক মাধ্যমে ‘হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট’ লিখে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন মুসলিম দেশের নাগরিকরা। সামাজিক মাধ্যমে ফ্রান্স বিরোধী প্রচারণার কারণে আরব দেশের বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দেয়।

বিশ্বনেতারা বলছেন, ফরাসি সরকার প্রধান যে ভুল করেছেন এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে। সবকিছু মেনে নেওয়া যেতে পারে তবে ইসলাম ধর্ম প্রিয় নবীকে নিয়ে বাজে মন্তব্য কখনও গ্রহণযোগ্য নয়।