বিনোদন ২৭ অক্টোবর, ২০২০ ০২:০৭

নারায়ণগঞ্জে ঢুকবে ‘ঊনপঞ্চাশ বাতাস’

বিনোদন ডেস্ক

ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে এখন চলছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। শুক্রবার মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ঢাকা ও চট্টগ্রামের দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলছে।

তারই ধারাবাহিকতায় আগামী শুক্রবার নারায়নগঞ্জের সিনেস্কোপ- এ মুক্তি পাচ্ছে সময়ের আলোচিত এই সিনেমা। আর এভাবেই দেশের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘ঊনপঞ্চাশ বাতাস’। জানালেন, নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

স্টার সিনেপ্লেক্স থেকে জানা যায়, প্রথমদিন থেকেই সিনেমাটি বেশ ভালোভাবে গ্রহণ করেছেন দর্শকরা। প্রতিটি শো’ই হাউজফুল হচ্ছে। সিনেমাটির মাধ্যমে প্রেক্ষাগৃহে প্রাণ ফিরে এসেছে। ‘ঊনপঞ্চাশ বাতাস’ দর্শকমহলে এতটা সাড়া ফেলবে, তা তাদের প্রত্যাশায় ছিল না। সিনেমাটির এমন সফলতায় দারুণ উচ্ছ্বসিত স্টার সিনেপ্লেক্স কর্তৃকক্ষ।

রেড অক্টোবরের প্রযোজনায় সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। দীর্ঘ বিরতির পর সিনেমাটিতে একটি গান গেয়েছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন।