খেলাধুলা ২৬ অক্টোবর, ২০২০ ০৮:২১

ম্যাঁক্রোর ইসলাম বিদ্বেষী বক্তব্য: অবসর ঘোষণা পগবার

স্পোর্টস ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ইসলাম বিদ্বেষী বক্তব্যের জের ধরে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ফরাসী ফুটবলার পল পগবা। আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন বা পগবা কিছু জানালেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’ বিষয়টি নিশ্চিত করে। তারা জানিয়েছে অ্যারাবিক ক্রীড়া ওয়েবসাইটে পগবা তার প্রকাশ্যে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

‘দি সান’ এমনই এক তথ্য প্রকাশ করেছে। 

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর শিক্ষক স্যামুয়েল প্যাটিকে মহানবীকে অবমাননা করায় বলে হত্যা করেছিল এক তরুণ। পরে হামলাকারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

এই হত্যার পর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে, স্যামুয়েল পাটি নামের ওই শিক্ষককে খুন করার কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। এমনকি ব্যাঙ্গাত্মক কার্টুন দেখানো সেই শিক্ষককে ‘লেজিয়ন ডি’হনর' সম্মানে ভুষিত করেন।

ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। এছাড়াও মুসলিম ধর্মের মহামানব হযরত মুহাম্মদকে (স.) নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশও এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। খবর দি সানের।

২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে ফরাসি দলে অভিষেক ঘটে পগবার। জাতীয় দলের হয়ে এই তারকা মিডফিল্ডার ৭২ ম্যাচে মাঠে নেমে ১০ গোলও করেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন পগবা।