খেলাধুলা ২৬ অক্টোবর, ২০২০ ০৪:০১

প্রথমবারের মতো ভারোত্তলনে ইরানের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

ভারোত্তলনে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় প্রথমবারের মতো ইরানের মেয়েরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক আসরে অংশ নিবে। এতে দীর্ঘদিনের প্রতিবন্ধকতার অবসান হয়েছে। ফলে এখন থেকে পুরুষদের পাশাপাশি মেয়েরাও সমান তালে লড়বে।

সরকারের সিদ্ধান্তে বেশ খুশি ভারোত্তলকরা। তাদের স্বপ্ন বিশ্ব মঞ্চে ভারোত্তলনে ইরানকে তুলে ধরাবে একদিন। আর সেই স্বপ্ন নিয়েই অনুশীলনে নেমে পড়েছে অনেক ইরানি নারী ভারোত্তলক।

আজম ফারাহানি, দীর্ঘ সাত বছর ধরে ভারোত্তলনের সাথে জড়িত। এতদিন আনঅফিসিয়াল অনেক প্রতিযোগিতায় অংশ নিলেও এবার প্রথমবারের মতো জাতীয় আন্তর্জাতিকভাবে খেলতে পারবেন। এরকম সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ২৯ বছর বয়সী ভারোত্তলক।

ইরানের পাওয়ার লিফটিং খেলোয়াড় আজাম ফারাহানি বলেন, 'আমি অনেক বছর ধরেই পাওয়ারলিফটিংয়ের সাথে আছি। এতটুকু বলতে পারি, অনেক দিন পর একটা খুশির সংবাদ পেলাম। আমি আশা করি ফেডারেশনের সহযোগিতায় অনেক মেয়েই এখন পাওয়ারলিফটিংয়ের প্রতি আগ্রহ দেখাবে।