জাতীয় ২৪ অক্টোবর, ২০২০ ০৪:৪৩

সুপ্রিম কোর্টে নেয়া হচ্ছে রফিক-উল-হকের মরদেহ

ডেস্ক রিপোর্ট

দেশের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হককে শেষবারের মতো নেয়া হবে কয়েক দশকের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। শনিবার দুপুরে তার মরদেহ আদালত চত্বরে নেয়া হবে। যেখানে আইন অঙ্গনের সবাই তার প্রতি শ্রদ্ধা জানাবেন। সেখানে জানাজা হবে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সকাল সাড়ে আটটার দিকে মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রফিক-উল-হক। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আদ-দ্বীন পরিবার।

হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন জানিয়েছেন, ‘আমরা স্যারের পরিবারের সঙ্গে কথা বলছি। আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ তার বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বাদ জোহার তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লাশ নিয়ে যাওয়া হবে। দাফন কোথায় হবে এটা তার পরিবার সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আমরা এখনো কিছু জানি না।

দেশে সুশাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার রফিক-উল হক। দেশের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে সরকারকে সহযোগিতা করেছেন বর্ষীয়ান এই আইনজীবী।

পেশাগত জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি। তবে, নানা সময়ে রাজনীতিবিদরা সবসময় তাকে পাশে পেয়েছেন। রাজনীতিবিদদের সম্মান সবসময়ই অর্জন করেছেন তিনি।

ব্যারিস্টার রফিক-উল হক তার জীবনের উপার্জিত অর্থের প্রায় সবই ব্যয় করেছেন মানুষের কল্যাণ ও সমাজসেবায়। আর তার এই উদ্যোগকে বিরল বলে আখ্যায়িত করেছেন আইন অঙ্গণে তার সমসাময়িকরা।