ডেস্ক রিপোর্ট।।
রংপুরে শেষ হলো এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিস্ট্যান্স টি বিসিক'র আয়োজনে "Entrepreneurship Development Training for ICT Freelance- আইসিটি ফ্রীল্যান্সারদের জন্য উদ্যোক্তা উন্নয়র" শীর্ষক ৫ দিন ব্যাপী এক প্রশিক্ষন কোর্স। রংপুর ক্যান্টনমেন্ট লার্নিং এন্ড রিসোর্স সেন্টার এলআরসি মিলনায়তনে এই প্রশিক্ষন কোর্সের আয়োজন করা হয়।
এসএমই ফাউন্ডেশন থেকে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, ফ্রীল্যান্সিং, বুটিকসহ নানা বিষয়ে প্রশিক্ষন প্রাপ্ত ২৫ জন নারী ফ্রীল্যান্সার ও উদ্যোক্তা এ প্রশিক্ষন কোর্সে অংশগ্রহন করেন। বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।