রাজনীতি ২৩ নভেম্বর, ২০২৩ ০৩:৫৩

রাজশাহী ও রংপুর মনোনয়ন চূড়ান্ত

একসঙ্গে মনোনয়ন ঘোষণা করব: ওবায়দুল কাদের

আমাদের কাগজ ডেস্ক: রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ২৩ নভেম্বর, দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ রংপুরের ৩৩টি, রাজশাহীতে ৩৯টিসহ মোট ৭২টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে এতে জানানো হয়েছে। 

ওবায়দুল কাদের বলেন, আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আগামীকাল শুক্রবার সকাল দশটা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের প্রক্রিয়া মাত্র শুরু। এর আগেও অনেক নির্বাচন হয়ে গেছে। কিন্তু এর আগে যে অবরোধটা ডাকা হয়েছিল সেই অবরোধের কি কোনো ইতি হয়েছে? অবরোধ ডেকে প্রত্যাহার করার নজির কি আছে? সেটা তো আমাদের মনে নেই।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। নির্বাচনের আগে জোট হতেও পারে, সময় তো আছে।

আমাদেরকাগজ/এমটি